প্রতিষ্ঠানের ইতিহাস

ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মলংচড়া ইউনিয়নের স্বরাজগঞ্জ নামক স্থানে স্বরাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়টি ০১/০১/১৯৬৩ ইং তারিখে স্থাপিত হয়। নদী ভাঙ্গন জড়িত কারণে চতুর্থবার ভাঙ্গনের পরে বিদ্যালয়টি বোরহানউদ্দিন উপজেলার ০৮ নং পক্ষিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের নয়া মিয়ার হাট সংলগ্ন স্থানে ২০০২ ইং সালে অত্র বিদ্যালয়টি পুনঃ স্থাপিত হয়ে অদ্যবধি জাতী গঠনে শিক্ষা বিস্তার করে আসছে। বিদ্যালয়টি মনোরম পরিবেশে দক্ষ ম্যানেজিং কমিটি ও সুদক্ষ শিক্ষক মন্ডলীর মাধ্যম শিক্ষা বিস্তার করে আসছে। বিদ্যালয়ের জে.এস.সি ও এস.এস.সি ফলাফল এর দিক থেকে উপজেলার ভিতরে সুনাম অর্জন করে আসছে।